Welcome To Govt. Commercial Institute, Feni, Bangladesh

(টঝ-অওউ)-এর আর্থিক কারিগরী সহায়তায় ১৬টি সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউট স্থাপন করা হয় ইনস্টিটিউট সমূহÑ ঢাকা, বরিশাল, পাবনা, বগুড়া, সিলেট, রংপুর, দিনাজপুর, রাজশাহী, ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা, যশোর, ময়মনসিংহ, কুমিল্লা, ফেনী চট্টগ্রাম কমার্শিয়াল ইনস্টিটিউট সমূহে এস.এস.সি উত্তর দুই বৎসর মেয়াদী ডিপ্লোমা-ইন-কমার্স (বর্তমানে ডিপ্লোমা-ইন-বিজনেস ষ্টাডিজ) নামে একটি কর্মমূখী, বাস্তবধর্মী শিক্ষা কোর্স চালু করা হয়

     দুই বৎসর মেয়াদী ডিপ্লোমা-ইন-কমার্স ইন্টারমিডিয়েট কমার্স কোর্সের সমমানের দুই বৎসর পর চূড়ান্ত পরীক্ষা মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা গ্রহণ করে এই ইনস্টিটিউট সমূহ হইতে ডিপ্লোমা প্রাপ্ত ছাত্র/ছাত্রীবৃন্দ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ সকল কলেজে ডিগ্রী কোর্সের বি.বি.এস, বি.এস.এস, বি. (পাশ) অনার্স কোর্সে ভর্তি হওয়ার যোগ্য তাহা ছাড়া, দেশ-বিদেশে বি.বি.. কোর্সে ভর্তি হওয়ার যোগ্য একই সাথে ডিপ্লোমা-ইন-কমার্স (বর্তমানে ডিপ্লোমা-ইন-বিজনেস ষ্টাডিজ) পাশ করা ছাত্র/ছাত্রীরা বিভিন্ন সরকারি-বেসরকারি, অফিস-আদালত, শিল্প-বাণিজ্য প্রতিষ্ঠান বৈদেশিক মিশনে ষ্টেনোগ্রাফার, অফিস সহকারী, ব্যক্তিগত সচিব অন্যান্য পদে চাকুরীতে নিয়োগ লাভের যোগ্য বলে বিবেচিত হয় এবং সহজেই নিয়োগ লাভ করে আসছে

     ফেনী গভ: কমার্শিয়াল ইনস্টিটিউট, ১৯৬৬ইং সালে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন প্রতিষ্ঠান হিসাবে চালু হয় ১৯৮৪ইং সালে ইহা স্বতন্ত্র কমার্শিয়াল ইনস্টিটিউট রূপে আত্মপ্রকাশ করে বর্তমানে ফেনী মহিপালস্থ বিজয় সিং দীঘির উত্তর পার্শ্বে .১৪ (তিন দশমিক এক চার) একর জমির উপর খোলা মাঠের মধ্যে মনোরম সুন্দর প্রাকৃতিক পরিবেশের বেষ্টনীতে সীমানা প্রাচীর ঘেরা ইনস্টিটিউটটি অবস্থিত ইনস্টিটিউটটি তিন তলা (পাকা) বিশিষ্ট একটি সুরম্য অট্টালিকা বিজয় সিং দীঘির উত্তর পার্শ্বে ফেনী সার্কিট হাউজ, জেলা প্রশাসক অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের বাসভবন রয়েছে ইনস্টিটিউটে বাংলা ইংরেজী টাইপ ল্যাবরেটরী, কম্পিউটার ল্যাবরেটরী ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক কমনরুম আছে এবং খেলা-ধূলার ব্যবস্থা আছে ইনস্টিটিউট লাইব্রেরী ৩য় তলায় অবস্থিত লাইব্রেরী সংলগ্ন একটি পাঠাগারও আছে ইনস্টিটিউটটি ফেনী শহরের পশ্চিম প্রান্তে মহিপালস্থ চৌ-রাস্তা বাস ষ্ট্যান্ডের খুবই নিকটে বিধায় বিভিন্ন স্থান থেকে ইনস্টিটিউট- যাতায়াত খুবই সহজ স্বল্প ব্যয় সাপেক্ষ
বর্তমানে ইনস্টিটিউটে ১ম ২য় বর্ষে মিলিয়ে প্রায় ১২০০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত এবং ভর্তির আসন সংখ্যা ৬০০(ছয়শত)

অত্র প্রতিষ্ঠানের বোর্ড পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক সর্বশেষ ২০১৩ সালের উওইঝ পরীক্ষায় ৫০০(পাঁচশত) জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে ৪৪৯(চারশত ঊনপঞ্চাশ) জন পাস করে, যার মধ্যে ৭৪ জন + এবং ৩৫৩জন গ্রেড পায় পাশের গড় হার ছিল প্রায় ৯০% এবং ২০১৪ সালের উওইঝ পরীক্ষায় ৫৪৩(পাঁচশত তেতাল্লিশ) জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে ৪৩৩(চারশত তেত্রিশ) জন পাস করে, যার মধ্যে ১০২ জন + এবং ৩২৫জন গ্রেড পায় পাশের গড় হার ছিল প্রায় ৭৯.৭৪% ভবিষ্যতে ফলাফল আরও উন্নতর করার জন্য প্রতিষ্ঠানের ব্যাপক কর্মপ্রচেষ্টা রয়েছে